প্রশ : ডায়াবেটিক নিউরোপ্যাথি কি? উত্তর : যাদের ডায়াবেটিস আছে তাদেরই ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। দীর্ঘদিন রোগীররক্তে সুগার যদি পরিমাণের চেয়ে বেশি থাকে, তবে তা হাত বা পায়ের নার্ভ বাস্নায়ুকে ড্যামেজ করে ফেলে। ফলে রোগী স্বাভাবিকের চেয়ে হাতে বা পায়েবোধশক্তি কম অনুভব করে। প্রশ্ন : ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণগুলো কি কি? উত্তর : দীর্ঘদিনের ডায়াবেটিক, হাত বা পায়ে ঝিনঝিন অবস অবস, শক্তি কমে যাওয়া, প্রস্রাব ধরে রাখা কষ্ঠকর, ডায়ারিয়া বা কোষ্ঠকাঠিন্য, সেকসুয়াল সমস্যাইত্যাদি। প্রশ্ন : ডায়াবেটিকস রোগীদের...

